Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,বাগেরহাট জেলা কর্তৃক প্রদেয় সেবা সমুহের তালিকাঃ

১।পল্লী অঞ্চলে সুপেয় ও নিরাপদ খাবার পানি সরবরাহঃ

অঞ্চল ভিত্তিক বিদ্যমান প্রচলিত ও উপযোগী বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সুপেয় ও নিরাপদ খাবার পানি সরবরাহ করা হচ্ছে।বিভিন্ন ধরণের যেসকল পানির উৎস সমূহের মাধ্যমে এই উপকূলীয় জেলার বিভিন্ন উপজেলাতে সুপেয় খাবার পানি সরবরাহ করা হয় তার তালিকা নিম্নরূপঃ

(ক) ৬ নং গভীর নলকূপ।

(খ) রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম।

(গ) পুকুর খনন/পুনঃখনন এর মাধ্যমে ভু-উপরিস্থ পানি ধারন করে তা বিশুদ্ধ করার জন্য সোলার পিএসএফ(সৌরচালিত পন্ড স্যান্ড ফিল্টার)স্থাপন।

(ঘ)লবনাক্ততা দূরীকরণ প্লান্ট(R.O) স্থাপন।

(ঙ)H2GO ন্যানো ফিল্টার স্থাপন(পরীক্ষামুলক)।

(চ)  রুরাল পাইপড ওয়াটার স্কীমের মাধ্যমে পাইপ লাইনের মাধ্যমে পল্লী অঞ্চলে  খাবার পানি সরবরাহ।

(ছ) কমিউনিটি ভিত্তিক সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন।

(জ)আর্সেনিক-আয়রন দূরীকরণ প্লান্ট স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ।

 

২।পৌর অঞ্চলে সুপেয় ও নিরাপদ খাবার পানি সরবরাহঃ

(ক)সম্প্রতি বাগেরহাট পৌরসভাতে ২০০ ঘনমিটার/ঘন্টা ক্ষমতা সম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে।যার মাধ্যমে বাগেরহাট জেলার ৪০০০ পরিবার নিরাপদ খাবার পানি সুবিধার আওতায় এসেছে।পৌ্রসভাকে প্লান্টটি হস্তান্তর করা হয়েছে।

(খ)মোংলা পৌরসভাতে ইমপাউন্ডিং রিজার্ভার এর পানি ট্রিটমেন্ট করে পৌরবাসীকে সরবরাহ করা হয়।

৩।পৌর ও পল্লী অঞ্চলে স্যানিটেশন ব্যবস্থাঃ

(ক) বিভিন্ন গ্রোথ সেন্টার,বাজার,পৌরসভা,বস্তিসহ বিভিন্ন কমিউনিটির জন্য পানি সরবরাহ ব্যবস্থা সহ পাবলিক টয়লেট ও কমিউনিটি টয়লেট স্থাপন।

(খ)হত দরিদ্র পরিবারের  জন্য বিনামুল্যে রিং-স্লাব স্যানিটারী উপকরণ বিতরণ।

(গ)ল্যাট্রিন নির্মানে উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষন প্রদান।

(ঘ) পৌরসভাতে পয়ঃবর্জ্য শোধনাগার ( Fecal Sludge Management) স্থাপন(প্রস্তাবিত)

৪। প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থাঃ

(ক) ছাত্র-শিক্ষক ও ছাত্রী-শিক্ষিকাদের জন্য পৃথক ওয়াশ ব্লক নির্মান।

(খ)সুপেয় খাবার পানির জন্য গভীর নলকূপ ও হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ বেসিন স্থাপন।

৫।প্রত্যেক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সহকারী প্রকৌশলীর কার্যালয়ে বিনা মূল্যে আর্সেনিক পরীক্ষা করা যায়।